Country

1 week ago

Passengers jump off from train three dead: আগুনের গুজবে চলন্ত ট্রেনে আতঙ্ক! ঝাড়খণ্ডে মালগাড়িতে কাটা পড়লেন তিন জন

Panic in the moving train on the rumor of fire!
Panic in the moving train on the rumor of fire!

 

রাঁচি, ১৫ জুন: ট্রেনে আগুন লেগেছে, হাওয়ায় ভেসে আসা এই গুজব শুনে প্রাণ বাঁচাতে বাইরে ঝাঁপ দিলেন যাত্রীরা। ঝাড়খণ্ডের এই ঘটনায় মালগাড়ির চাকায় কাটা পড়লেন ৩ জন। উল্টো দিক থেকে আসা মালগাড়িতে কাটা পড়েছেন ওই যাত্রীরা। এ ছাড়াও আরও কয়েক জন জখম হয়েছেন।

শুক্রবার রাত তখন ৮টা। সাসারাম-রাঁচির ইন্টারসিটি এক্সপ্রেস ছুটছিল নিজস্ব গতিতে। আচমকা গুজব রটে যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে।

মুহূর্তে ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েক জন যাত্রী চলন্ত ট্রেন থেকেই বাইরে ঝাঁপ দেন। ওই সময়ে উল্টো দিক থেকে একটি মালগাড়ি আসছিল। এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। ঝাড়খণ্ডের কুমান স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ট্রেনে কোনও আগুন লাগেনি। কোথা থেকে কী ভাবে গুজব রটল, তা স্পষ্ট নয়।


You might also like!