Country

1 year ago

Gujrat Panchayat Junior Clerk : গুজরাট পঞ্চায়েত জুনিয়র ক্লার্ক নিয়োগ পরীক্ষা বাতিল, একজন অভিযুক্ত গ্রেফতার

Panchayat Services Selection Board
Panchayat Services Selection Board

 

আহমেদাবাদ, ২৯ জানুয়ারি  : গুজরাট সরকার প্রশ্নপত্র ফাঁসের কারণে পঞ্চায়েত পরিষেবা নির্বাচন বোর্ড ক্লাস-৩ জুনিয়র ক্লার্ক নিয়োগ পরীক্ষা আজ বাতিল করা হয়েছে। এতে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে নয় লাখ তরুণ-তরুণীর পরিশ্রম নষ্ট হয়ে গেল। এসব পরীক্ষার্থীকে ফেরাতে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। পরীক্ষার প্রবেশপত্র তৈরি করে টিকিট নেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে সফল হয়েছে।

চাকরি খুঁজতে থাকা যুবকরা কয়েক মাস ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাজ্যের প্রায় তিন হাজার কেন্দ্রে প্রায় ৩২ হাজার কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুজরাট পঞ্চায়েত পরিষেবা নির্বাচন বোর্ড প্রশ্নপত্র ফাঁসের জন্য দুঃখ প্রকাশ করেছে। বোর্ড সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়েছে। শিগগিরই পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করবে বোর্ড।

পুলিশ বলছে, এ ব্যাপারে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে। গুজরাট পঞ্চায়েত পরিষেবা নির্বাচন বোর্ড জানিয়েছে যে তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে রাজনীতিও শুরু হয়েছে।

You might also like!