Country

10 hours ago

Mahakumbha 2025 : মহাকুম্ভের ৪১-তম দিন, এযাবৎ ৫৯.৩১ কোটির বেশি ভক্তের পুণ্যস্নান সম্পন্ন

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

প্রয়াগরাজ, ২২ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে শনিবার ৪১-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে শনিবারও পুণ্যস্নান করেছেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন ৫৯.৩১ কোটিরও বেশি ভক্ত। শুধুমাত্র শনিবার ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত পুণ্যস্নান করেছেন ৩৩.১০ লক্ষের বেশি ভক্ত।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, আর মাত্র কিছু দিন বাকি। দেশ ও বিদেশ থেকে এখনও বিপুল সংখ্যক মানুষ প্রয়াগরাজে আসছেন, সঙ্গমে আস্থার ডুব দেওয়ার জন্য। শনিবারই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন লক্ষ লক্ষ ভক্ত। মহাকুম্ভে এই নিয়ে ৩টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে আগামী ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)। সেই দিনই মহাকুম্ভ মেলার সমাপ্তি।

You might also like!