Breaking News

 

Country

1 year ago

Justice UU Lalit's name : চলতি মাসেই রামানার অবসর, শীর্ষ আদালতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন ইউ ইউ ললিত

NV Ramana today recommends Justice UU Lalit's name
NV Ramana today recommends Justice UU Lalit's name

 

নয়াদিল্লি, ৪ আগস্ট  : চলতি মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা নিচ্ছেন এন ভি রামানা। বৃহস্পতিবার নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি ইউ ইউ ললিত-এর নাম সুপারিশ করেছেন প্রধান বিচারপতি এন ভি রামানা। দেশের ৪৯-তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি ইউ ইউ ললিত। আগামী ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের ৪৯-তম প্রধান বিচারপতি নিয়োগ হতে চলেছে। সুপ্রিম কোর্টে এখন যে বিচারপতিরা রয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে প্রবীণ হলেন ললিত। অতি সম্প্রতি বিচারপতি ললিতের ঐতিহাসিক রায়ের মধ্যে ছিল তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করা। প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করলে তিনিই দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি বার থেকে একেবারে সর্বোচ্চ আদালতের বেঞ্চে উন্নীত হবেন।

১৯৫৭ সালের ৯ নভেম্বর জন্ম ইউ ইউ ললিতের। আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৮৩ সালে, বম্বে হাইকোর্টে। ১৯৮৫ সাল পর্যন্ত সেখানে সাফল্যের সঙ্গে কাজ করার পর তিনি দিল্লি চলে আসেন। ২০০৪-এর এপ্রিলে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হন। ২জি স্পেকট্রাম মামলায় তাঁকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁর আগে ১৯৭১ সালে দেশের ত্রয়োদশ প্রধান বিচারপতি হয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম সিক্রি। তিনিও একেবারে আইনজীবী থেকে প্রধান বিচারপতির আসনে বসেছিলেন। ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হবে, তার আগের দিনই বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।


You might also like!