Country

1 week ago

Sukanta Majumdar: আসন্ন নির্বাচনে একজন হিন্দুও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না,সুকান্ত মজুমদার

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল : আসন্ন নির্বাচনে একজন হিন্দুও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমি এবং সম্বিত পাত্র যখন সংবাদ সম্মেলন করেছিলাম, তখনই আমাদের ধারণা ছিল, এরকম কিছু ঘটবে। আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় ২৬০০০ শিক্ষকের চাকরি হারানোর বিষয়টি থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এটি রাজ্য মদতপুষ্ট হিংসা। ২০২১ সালের নির্বাচনের আগে, যখন পশ্চিমবঙ্গে সিএএ পাস করে সিএএ গঠন করা হয়েছিল, তখন আমরা রাজ্যে এই ধরণের হিংসা দেখেছি; একটি ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল।"

সুকান্ত মজুমদার আরও বলেছেন, "মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এইসব ঘটনা সংগঠিত করে। ২০২১ সালে মুর্শিদাবাদে হিন্দুদের জীবন ঝুঁকির মুখে ছিল। নারীদের ধর্ষণের শিকার হতে হচ্ছিল। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-কে পা রাখতে হয়েছিল। এভাবেই হিন্দু নারীদের মর্যাদা রক্ষা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছে এবং আমার বিশ্বাস আসন্ন নির্বাচনে একজন হিন্দুও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না।" সুকান্ত মজুমদার আরও বলেছেন, "যখন আমরা নবান্ন 'ঘেরাও'র ডাক দিয়েছিলাম, তখন কিছু মানুষ পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পুলিশের পরিবর্তে তিনি যদি সেখানে থাকতেন, তাহলে তিনি এই লোকদের মাথায় গুলি করতেন। আমি তাকে বলতে চাই, যদি তার সাহস থাকে, তাহলে বেরিয়ে এসে মুর্শিদাবাদে দু'টি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া এবং ছয়টি পুলিশ ভ্যান ভাঙচুরকারী লোকদের কাছে একই কথা বলুন।"

You might also like!