Country

1 day ago

Shivraj Singh Chouhan: কোনও বোন আর দরিদ্র থাকবে না, আশ্বাস শিবরাজের

Shivraj Singh Chouhan
Shivraj Singh Chouhan

 

ভোপাল, ৮ মার্চ : কোনও বোন আর দরিদ্র থাকবে না। আন্তর্জাতিক নারী দিবসে এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ৩ কোটি লাখপতি দিদি বানানোর সংকল্প নিয়েছেন, আমাদের ৪ বছরও লাগবে না, আমরা খুব শীঘ্রই এই লক্ষ্য অর্জন করব। কিন্তু আমরা এখানেই থেমে থাকব না, আর কোনও বোন দরিদ্র থাকবে না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার ভোপালে 'লাখপতি দিদি' এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে চারাগাছ রোপণ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

পরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প হল নারীর ক্ষমতায়ন। আমাদের বোন ও মেয়েদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক ক্ষমতায়ন, এর জন্য ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে আজিবিকা মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আপনাদের জানাতে পেরে আনন্দিত যে, আজিবিকা মিশনের সাথে আমাদের ৯১ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার সাথে ১১ কোটি বোন যুক্ত। কেউ লাখপতি দিদি, কেউ ব্যাংক সখী, কেউ কৃষি সখী, কেউ পশু সখী, তারা বিভিন্ন ব্যবসায় কাজ করছেন।


You might also like!