দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হোলি উৎসবের মরশুমে যাত্রীর বর্ধিত ভিড় সামলাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ১৩ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে নারেঙ্গি-গোরখপুর জংশন-নারেঙ্গি, কাটিহার-অমৃতসর–কাটিহার, কামাখ্যা–আনন্দবিহার টার্মিনাল–কামাখ্যা, ডিব্রুগড়-নিউ জলপাইগুড়ি-ডিব্রুগড়, নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং আনন্দবিহার টার্মিনাল-যোগবানি-আনন্দবিহার টার্মিনাল রুটে চলাচলকারী ৮ জোড়া ট্রেনের বিবরণ ঘোষণা করা হয়েছে। অতিরিক্তভাবে আরও ৫ জোড়া স্পেশাল ট্রেন মুম্বাই সেন্ট্রাল-কাটিহার-মুম্বাই সেন্ট্রাল; শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ; চের্লাপল্লী-নাহরলগুন-চের্লাপল্লী, উদয়পুর সিটি-ফরবেসগঞ্জ-উদয়পুর সিটি এবং টাটা-কাটিহার-টাটা রুটে চালু করা হবে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৯১৮৯ মুম্বাই সেন্ট্রাল-কাটিহার ৮ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রত্যেক শনিবার রওয়ানা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৯১৯০ কাটিহার-মুম্বাই সেন্ট্রাল ১১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার রওয়ানা দেবে।
স্পেশাল ট্রেন নম্বর ০৩১০৫ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি রবি ও মঙ্গলবার অর্থাৎ ১৬ ও ১৮ মার্চ রওয়ানা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৩১০৬ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সোম ও বুধবার অর্থাৎ ১৭ ও ১৯ মার্চ রওয়ানা দেবে।
স্পেশাল ট্রেন নম্বর ০৭০৪৬ চের্লাপল্লী-নাহরলগুন ৮ মার্চ শনিবার রওয়ানা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৭০৪৭ নাহরলগুন-চের্লাপল্লী ১১ মার্চ মঙ্গলবারে রওয়ানা দেবে।
স্পেশাল ট্রেন নম্বর ০৯৬২৩ উদয়পুর সিটি-ফরবেসগঞ্জ ১১ ও ১৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার রওয়ানা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৯৬২৪ ফরবেসগঞ্জ-উদয়পুর সিটি ১৩ ও ২০ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার রওয়ানা দেবে।
স্পেশাল ট্রেন নম্বর ০৮১৮১ টাটা-কাটিহার ১২ মার্চ বুধবারে রওয়ানা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৮১৮২ কাটিহার-টাটা ১৩ মার্চ বৃহস্পতিবার রওয়ানা দেবে।
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে এই বিবরণগুলি দেখে নিতে প্রেস বার্তার মাধ্যমে যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।