Country

1 month ago

Narendra Modi :রাশিয়ার রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় পুতিনকে টেলিফোনে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

Narendra Modi congratulates Putin over phone on his re-election as President of Russia
Narendra Modi congratulates Putin over phone on his re-election as President of Russia

 

নয়াদিল্লি, ২০ মার্চ : রাশিয়ার রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। জানা গেছে, আগামীদিনে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের ভিত আরও মজবুত করার বিষয়ে কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের।

উল্লেখ্য, রেকর্ড ভোট পেয়ে ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী ছয় বছরের জন্য ক্ষমতার রাশ থাকবে তাঁর হাতেই। ফের একবার রাষ্ট্রনেতার আসনে বসার জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। লিখেছিলেন, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলিতে ভারত-রাশিয়া মৈত্রী এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাঁর সঙ্গে কাজ করতে উন্মুখ।’’

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে আবারও ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। গত আড়াই দশকে কার্যত বিরোধীহীন হয়ে পড়া রুশ রাজনীতিতে পুতিন ‘অপ্রতিরোধ্য’ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ভোটের আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। ফলাফলে তা মিলে গিয়েছে।


You might also like!