Country

17 hours ago

Bengaluru: বহুতল ভেঙে বিপর্যয় বেঙ্গালুরুতে; উদ্ধারকাজ জারি, জীবিত উদ্ধার একজন

Multi-storey collapse disaster in Bengaluru
Multi-storey collapse disaster in Bengaluru

 

বেঙ্গালুরু, ২৩ অক্টোবর : কথায় আছে, "রাখে হরি তো মারে কে।" বহুল প্রচলিত এই প্রবাদবাক্য আবারও সত্য প্রমাণিত হল। প্রায় ১৬ ঘণ্টা পর বেঙ্গালুরুতে ভেঙে পড়া নির্মীয়মান বহুতলের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার হলেন এক ব্যাক্তি। পেশায় শ্রমিক আয়াজ নামে ওই ব্যক্তিকে প্রায় ১৬ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর পূর্বাঞ্চলে হোরামাভু আগারা এলাকায় একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। ৭-তলা নির্মীয়মান ওই বহুতলটি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। যে সময় বহুতলটি ভেঙে পড়ে, তখন অনেক শ্রমিক কাজ করছিলেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় শ্রমিকেরা চাপা পড়ে যান। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই, বুধবার সকালেই জীবিত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন।

You might also like!