নয়াদিল্লি, ১৫ মে : কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে সিন্ধিয়া প্রয়াত হলেন। বুধবার দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ৯টা ২৮ মিনিটে তিনি মারা যান। গত কয়েক মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, তিনি নিউমোনিয়ার পাশাপাশি সেপসিসে ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ভেন্টিলেটরে ছিলেন।
উল্লেখ্য, তিনি দাতব্য কাজে খুব সক্রিয় ছিলেন। মাধবী রাজে একাধিক দাতব্য সংস্থার প্রধান ছিলেন, যা শিক্ষা এবং চিকিৎসার মতো ক্ষেত্রে সহায়তা প্রদান করে। তিনি সিন্ধিয়াস গার্লস স্কুলের বোর্ড অফ গভর্নরসের চেয়ারপার্সনও ছিলেন। তিনি তার প্রয়াত স্বামী মাধবরাও সিন্ধিয়ার স্মরণে একটি গ্যালারিও তৈরি করেছিলেন।