Country

8 hours ago

UP Road Accident: গোরক্ষপুরে গাড়ির ধাক্কা মা ও মেয়ের মৃত্যু, গুরুতর আহত ৫ জন

Two Died in Road Accident in UP
Two Died in Road Accident in UP

 

গোরক্ষপুর, ২৬ এপ্রিল : উত্তর প্রদেশের গোরক্ষপুরে গাড়ির ধাক্কা প্রাণ হারালেন মা ও মেয়ে। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে বাড়ির বাইরে বসেছিলেন ৭ জন, সেই সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে ও কয়েকজনকে চাপা দেয়। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে, এছাড়াও আরও ৫ জন গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, ৪৪ বছর বয়সী জান্নাতুন নিশা ও তাঁর ১৬ বছর বয়সী মেয়ে ঝিনা ঘটনাস্থলেই মারা যান। আহতদের নাম, মরিয়ম খান (১৮), রাবিয়া খাতুন (২৩), নিহাল (৫), জুবায়ের (১৭) এবং সুব্রতী (১৬)। তাঁদের দ্রুত বি আর ডি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জান্নাতুন নিশা এবং ঝিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে থাকা চারজনের মধ্যে পুলিশ একজনকে আটক করেছে, বাকি তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।


You might also like!