ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি : ফ্রান্স ও আমেরিকায় 'সফল' সফর শেষে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার সকালে আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্ৰধাননন্ত্রী মোদী। দুই দেশ সফরের শুরুতে ফ্রান্স গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, সেখানে এআই অ্যাকশন সামিটে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও ফ্রান্সের মার্সেই শহরে ভারতীয় দূতাবাসের উদ্বোধন করেন মোদী। ফ্রান্স সফর শেষে তিনি যান আমেরিকায়। ১২-১৩ ফেব্রুয়ারি আমেরিকা সফর শেষে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।