Country

10 months ago

Arjun Ram Meghwal: মোদী সরকার দৃঢ়সংকল্পের, দেশের স্বার্থে নেওয়া হবে বড় সিদ্ধান্ত : অর্জুন মেঘওয়াল

Arjun Ram Meghwal (File Picture)
Arjun Ram Meghwal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: মোদী সরকার হল নীতি নির্ধারক, দৃঢ়সংকল্পের সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেছেন, "দেশের স্বার্থেই বড় সিদ্ধান্ত নেওয়া হবে।" শনিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "এটি একটি নীতি নির্ধারক, দৃঢ়সংকল্পের সরকার। ২০১৪ সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''''

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আরও বলেছেন, "২০১৯ সালে সরকার গঠনের পরে সিদ্ধান্ত নেওয়ার গতি আবার বেড়েছে। দেশের স্বার্থে বড় সিদ্ধান্ত নেওয়া হবে।"

You might also like!