Country

2 weeks ago

Suresh Gopi:পর্যটন প্রতিমন্ত্রী হলেন সুরেশ গোপী, দায়িত্ব নিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকেরও

Suresh Gopi
Suresh Gopi

 

নয়াদিল্লি, ১১ জুন : নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বড়সড় দায়িত্ব পেলেন সুরেশ গোপী। মঙ্গলবার সকালে পর্যটন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুরেশ গোপী। মঙ্গলবার সকালে প্রথমে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর উপস্থিতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুরেশ গোপী। এরপর তিনি পর্যটন প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্বভার গ্রহণ করেন।

সুরেশ গোপী এদিন বলেছেন, "এটা বিশাল দায়িত্ব। সুতরাং, প্রধানমন্ত্রী যে সম্ভাবনার জন্য মুখিয়ে আছেন সেগুলি আমাকে দেখতে হবে... ভারতে উদীয়মান পেট্রোলিয়াম সিস্টেমের পরবর্তী স্তরের সমস্ত বিষয়বস্তুর মধ্য দিয়ে যাওয়ার পরে, সম্ভবত আমি আমার অবদান রাখতে সক্ষম হব... আসুন আমাদের চিন্তাধারা উন্মুক্ত রাখি.. কেরল, ত্রিশুরের জনগণকে ধন্যবাদ..আপনারা আমাকে এই সুযোগ দিয়েছেন।"


You might also like!