নয়াদিল্লি, ২১ মে : ভয়াবহ আগুন লাগল দিল্লির কোটলা মুবারকপুরের পঞ্জাবি বাজারে। বুধবার ভোরে দিল্লির কোটলা সেবা নগর মার্কেটে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে প্রায় ৬টি দোকান পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার ভোর ৪.০৮ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দমকল আধিকারিক মনোজ কুমার বলেছেন, আগুনে ৬টি দোকান পুড়ে গিয়েছে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছই, তখন দেখি ৬টি দোকানে আগুন লেগেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ৮টি দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তদন্তের বিষয়।"