Country

4 days ago

Huge Fire At Pipe Manufacturing Unit In MP: মধ্যপ্রদেশে পাইপ ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি

Huge Fire At Pipe Manufacturing Unit In MP
Huge Fire At Pipe Manufacturing Unit In MP

 

ধার, ১১ এপ্রিল :  মধ্যপ্রদেশের ধার জেলায় ভয়াবহ আগুন লাগল একটি পাইপ ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের ধার জেলার পিথমপুর শিল্পাঞ্চল এলাকায় একটি পাইপ কারখানায় আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

প্রায় সারারাত ধরে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ, অবশেষে শুক্রবার সকালে আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পিথমপুরের এসডিএম প্রমোদ সিং গুর্জর বলেছেন, "দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। মধ্যরাতে আগুন লেগেছে।"

You might also like!