Country

6 hours ago

Amit Shah: সমবায় মন্ত্রকের মাধ্যমে দেশে অনেক কিছুর বিপ্লব ঘটেছে : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

পুণে : মহারাষ্ট্রের পুণে-তে শনিবার জনতা সহকারী ব্যাঙ্ক লিমিটেডের অমৃত মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এদিন সমবায় মন্ত্রকের গুরুত্ব তুলে ধরে অমিত শাহ বলেছেন, সমবায় মন্ত্রকের মাধ্যমে দেশে অনেক কিছুর বিপ্লব ঘটেছে। অমিত শাহ বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ভারতের জন্য দু'টি লক্ষ্য স্থির করেছেন - ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত এবং ৫ ট্রিলিয়ন অর্থনীতি। এই দু'টি লক্ষ্য সমবায় ক্ষেত্রে অবদানের মাধ্যমে অর্জন করা যেতে পারে এবং সেই কারণেই তিনি কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের সূচনা করেছেন। এই মন্ত্রকের মাধ্যমে, দেশে অনেক কিছুর বিপ্লব ঘটেছে। মন্ত্রক 'সহকার সে সমৃদ্ধি' নীতির উপর কাজ করে এবং এই জনতা সহকারি ব্যাঙ্কও একই ধারায় কাজ করে।"

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "আমাদের দেশে ১,৪৬৫টি শহুরে সমবায় ব্যাঙ্ক রয়েছে এবং ৪০০টিরও বেশি শুধুমাত্র মহারাষ্ট্রে রয়েছে। আমরা একটি আমব্রেলা সংস্থা সক্রিয় করছি, যা সমস্ত সম্ভাব্য উপায়ে সমস্ত সমবায় ব্যাঙ্ককে সাহায্য করবে। আমব্রেলা সংস্থার জন্য ৩০০ কোটি টাকার বাজেটও সুনিশ্চিত করা হয়েছে।"


You might also like!