দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র ৩০ সেকেন্ড। বিভিন্ন মহলে এমনই খবর ছড়িয়েছিল। তা খারিজ করা হলো রেলের তরফে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লোকাল ট্রেনের স্টেশনে স্টপেজের সময় যেটা ছিল সেটাই থাকছে।
রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের স্টপেজ সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক। যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, এমন ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না। লোকাল ট্রেনগুলি আগের মতোই প্রতিটি স্টেশনে তাদের নির্ধারিত সময়ের জন্য দাঁড়াবে, এবং যাত্রীদের ওঠানামার জন্য পর্যাপ্ত সময় থাকবে। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে ট্রেনে ওঠানামা করুন এবং যেকোনো ধরনের গুজবে কান দেবেন না। পূর্ব রেলওয়ের লোকাল ট্রেনের স্টপেজের সময় যেমন ছিল, তেমনই থাকবে।"
উল্লেখ্য, বিভিন্ন মহলে বার্তা রটে যায় যে, শুক্রবার থেকে বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়ানোর সময়সীমা বেঁধেদেওয়া হয়েছে ৩০ সেকেন্ড। তাই নিয়ে দুশ্চিন্তায় পড়েন বহু যাত্রী। সংবাদটি প্রকাশ্যে আসতেই তাই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো রেল।