Country

5 months ago

Himachal Pradesh : মান্ডির কাছে ভূমিধস, অবরুদ্ধ হয়ে পড়লো চন্ডীগড়-মানালি হাইওয়ে

landslide manali highway (symbolic picture)
landslide manali highway (symbolic picture)

 

মান্ডি, ৮ আগস্ট : প্রবল বৃষ্টির কারণে দুর্যোগ চলছেই হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের মান্ডির কাছে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়ল চন্ডীগড়-মানালি হাইওয়ে। ব্যস্ততম এই হাইওয়ে অবরুদ্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বিপুল সংখ্যক যাত্রীরা। বৃহস্পতিবার ভোররাতে ভূমিধসের ঘটনা ঘটে। মান্ডি জেলায় প্রায় ৯ মাইল দূরে মান্ডি ও পান্ডোহের মধ্যে চন্ডীগড়-মানালি হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। মান্ডির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাগর চন্দরের মতে, যান চলাচল পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজ করছে। খুব শীঘ্রই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, হিমাচল প্রদেশে ১০ ও ১১ আগস্ট ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।


You might also like!