Country

1 year ago

Bharat Jodo Yatra: অমিত শাহ-কে চিঠি খাড়গের, ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ও আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অমিত শাহকে লেখা চিঠিতে মল্লিকার্জুন খাড়গে উল্লেখ করেছেন, আগামী দু''দিনে বিপুল সংখ্যক মানুষ ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি, তাছাড়া ৩০ জানুয়ারি শ্রীনগরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু কংগ্রেস নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ওই অনুষ্ঠানে অংশ নেবেন, তাই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।


উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে কাশ্মীরে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক কংগ্রেস নেতা-কর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রাহুল গান্ধীর নেতৃত্বে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবারই ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তায় গলদের অভিযোগ এনেছিল কংগ্রেস। পাল্টা কংগ্রেসকে জবাব দিয়েছিল কাশ্মীর পুলিশ। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।


You might also like!