Country

1 month ago

Anurag Thakur: কেজরিওয়ালের গ্রেফতার হওয়া প্রমাণ করে আইনের ঊর্ধ্বে কেউ নয় : অনুরাগ ঠাকুর

Kejriwal's arrest proves that no one is above the law: Anurag Thakur
Kejriwal's arrest proves that no one is above the law: Anurag Thakur

 

চেন্নাই, ২২ মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, কেজরিওয়ালের গ্রেফতার হওয়া প্রমাণ করল আইনের ঊর্ধ্বে কেউ নয়। শুক্রবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি রাজনৈতিক দল যাঁরা কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলত এবং সোনিয়া গান্ধীর গ্রেফতারের দাবি করেছিল, তাঁরা ৯টি সমনের পরেও ইডি-র সামনে হাজির হতে অস্বীকার করেছে। কেন তদন্ত থেকে দূরে থাকতে হল? এই আবগারি কেলেঙ্কারিতে সবই ফাঁস হয়ে গিয়েছে।

কেজরিওয়াল গ্রেফতার হলেও এএপি-র পক্ষ থেকে বলা হচ্ছে জেলে থেকেই মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলাবেন কেজরিওয়াল। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "তাঁরা বলছেন, জেল থেকে সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। এটা দিল্লির জনগণ, আইন ও গণতন্ত্রের অপমান।"

You might also like!