Country

1 year ago

K Kavitha: ইডি-র সমনে সাড়া দিলেন বিআরএস নেত্রী, হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে

K Kavitha
K Kavitha

 

নয়াদিল্লি, ২০ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মখোমুখি হয়েছেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়ে ইডি-র সমনে সাড়া দিয়েছেন তিনি। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সোজা ইডি-র দফতরে চলে যান বিআরএস এমএলসি কে কবিতা। এই নিয়ে দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি হয়েছেন কে কবিতা।

৪৪ বছর বয়সী কে কবিতাকে এর আগে গত ১১ মার্চ জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, ওই দিন প্রায় ৯ ঘন্টা ইডি-র দফতরে ছিলেন তিনি। এরপর তাঁকে ১৬ মার্চ পুনরায় ডাকা হয়। কিন্তু, ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। এরপর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ২০ মার্চ হাজিরা দিতে বলা হয়েছিল কে কবিতাকে। সেই মতো সোমবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন কে কবিতা। উল্লেখ্য, ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। এখনও পর্যন্ত দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে গতি প্রকৃতি আনতে তাই বেশ কয়েকজনকে জিজ্ঞাবাদ করার কাজ শুরু করেছে ইডি।


You might also like!