Country

8 hours ago

Advances in digital services: ডিজিটাল ঋণ পরিষেবা দিতে আইপিপিবি-এবিসিএল কৌশলগত অংশীদার

India Post Payments Bank Collaborates with Aditya Birla Capital Limited
India Post Payments Bank Collaborates with Aditya Birla Capital Limited

 

নয়াদিল্লি, ২৩ মে : ভারত সরকারের উদ্যোগ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি) এবং ভারতের সামনের সারির বহু রকমের আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড (এবিসিএল) তাদের কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে ভারত জুড়ে ঋণ পাওয়ার সুযোগ বৃদ্ধি করতে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো। তাদের তরফে জানানো হয়েছে, "আদিত্য বিড়লা ক্যাপিটালের বিভিন্ন ধরনের ঋণ এবং আইপিপিবি-র বিশাল নেটওয়ার্ক এবং ডিজিটাল পরিকাঠামো মিলে দেশজোড়া আইপিপিবি গ্রাহকদের সহজে ঋণের সুবিধা দেওয়াই এর লক্ষ্য। এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিপিবি তার বর্তমান গ্রাহকদের আদিত্য বিড়লা ক্যাপিটালের ব্যক্তিগত ঋণ, ব্যবসায়িক ঋণ এবং সম্পত্তির বিনিময়ে ঋণ ইত্যাদি বিভিন্ন ধরনের ঋণের সম্পর্কে অবহিত করবে।

আইপিপিবি গ্রাহকরা আদিত্য বিড়লা ক্যাপিটালের অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণের সুবিধা নিতে পারবেন। দ্রুত অনুমোদন পাওয়া যাবে, খুব কম নথিপত্র লাগবে এবং নির্ঝঞ্ঝাটে ঋণের অর্থ পাওয়া যাবে। সারা দেশের গ্রাহকদের বিভিন্ন ধরনের চাহিদা মেটাতে এআই এবং ডেটা অ্যানালেটিক্স সাহায্য করবে। এই সংযুক্তি আর্থিক সুযোগ সুবিধা ব্যবস্থা জোরদার করা এবং সাধারণ নাগরিককে আর্থিকভাবে সক্ষম করে তুলতে আইপিপিবি-র এবং আদিত্য বিড়লা ক্যাপিটালের দায়বদ্ধতার প্রমাণ। আইপিপিবি কোনও ঝুঁকি ব্যতীত এবিসিএল-কে তার গ্রাহকদের সম্পর্কে জানাবে। ঋণ অনুমোদন করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে একমাত্র এবিসিএল-ই।"

You might also like!