Country

7 hours ago

Pakistani intruder apprehended in Amritsar: অমৃতসর সীমান্তের কাছে ধৃত অনুপ্রবেশকারী, উদ্ধার পাকিস্তানি মুদ্রা

BSF nabs Pakistani intruder on Amritsar border
BSF nabs Pakistani intruder on Amritsar border

 

অমৃতসর, ২১ মে : পঞ্জাবের অমৃতসর সীমান্তের কাছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ওই অনুপ্রবেশকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পাকিস্তানি মুদ্রা। মঙ্গলবার সন্ধ্যায় ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে মঙ্গলবার সন্ধ্যায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে। ওই অনুপ্রবেশকারীকে থামতে বলেন বিএসএফ জওয়ানরা, কিন্তু সে এগিয়ে আসতে থাকে। এরপরই পাকড়াও করা হয়। বিএসএফ সূত্রের খবর, ওই অনুপ্রবেশকারী নিজের পরিচয় জানিয়েছে। তল্লাশির পর, তার কাছ থেকে পাকিস্তানি মুদ্রা উদ্ধার করা হয়েছে।


You might also like!