Country

2 hours ago

Horrific accident in Gurugram: গুরুগ্রামে ভয়াবহ দুর্ঘটনা; মৃত্যু ৫ যুবকের, আহত একজন

Horrific accident in Gurugram
Horrific accident in Gurugram

 

গুরুগ্রাম, ২৭ সেপ্টেম্বর : হরিয়ানার গুরুগ্রামে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ যুবকের। এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুরুগ্রাম-দিল্লি-জয়পুর হাইওয়েতে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে উত্তর প্রদেশের নম্বর প্লেট ছিল।

সেক্টর ৪০-এর স্টেশন হাউস অফিসার ললিত বলেছেন, শনিবার ভোর ৪:৩০ মিনিট নাগাদ গুরুগ্রাম-দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর ঝারসা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ৬ জন ছিলেন, কালো রঙের থর গাড়িটি অতিরিক্ত গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিট ডিভাইডারের ধাক্কা মারে, দুর্ঘটনায় পাঁচ যুবক নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে।

You might also like!