নয়াদিল্লি, ৯ অক্টোবর : দক্ষিণ ভারতের কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ভারতের এই রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি প্রত্যাশিত। এই মর্মে আইএমডি-র পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডি জানিয়েছে, ১০ অক্টোবর তামিলনাড়ু ও কেরল ছাড়াও অরুণাচল প্রদেশে, অসম ও মেঘালয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১১ তারিখ তামিলনাড়ু ও কেরলের পাশাপাশি অরুণাচল প্রদেশ ও অভ্যন্তরীণ কর্নাটকে বৃষ্টি হতে পারে। তারপর ১২, ১৩ ও ১৪ অক্টোবর তামিলনাড়ু ও কেরলের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।