Country

6 days ago

Gyanesh Kumar is the new CEC: নতুন সিইসি হলেন জ্ঞানেশ কুমার, কমিশনার নিযুক্ত বিবেক জোশী

Gyanesh Kumar is the new CEC
Gyanesh Kumar is the new CEC

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন হলেন জ্ঞানের কুমার। জ্ঞানেশ কুমার হলেন কেরল ক্যাডারের ১৯৮৮ ব্যাচের একজন প্রাক্তন আইএএস অফিসার। তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্বভার পালন করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে যে দু’জন নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন, তাঁদের অন্যতম জ্ঞানেশ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর।

জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে নিযুক্ত হয়েছেন বিবেক জোশী। ডঃ বিবেক জোশীকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি হরিয়ানা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন আইএএস অফিসার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কমিশনারকে নিয়োগ করেছেন। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে রাজীব কুমারের অবসরের আগে তাঁর উত্তরসূরি বাছতে সোমবার বৈঠকে বসেন নির্বাচন কমিটির তিন সদস্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাতে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়, মুখ্য নির্বাচন কমিশনার পদে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছে।

You might also like!