Country

6 months ago

Fire in Rajouri forest area:আগুন রাজৌরির বনাঞ্চলে, নিয়ন্ত্রণের চেষ্টা দমকল বাহিনীর

Fire in Rajouri forest area
Fire in Rajouri forest area

 

রাজৌরি, ৩ জুন : বিগত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এবার শিরোনামে জম্মু ও কাশ্মীরের রাজৌরি বনাঞ্চল। জানা গেছে, রবিবার রাত থেকে আগুন লাগে রাজৌরির বনাঞ্চলে। ক্রমে ছড়িয়ে পড়ছে সেই আগুন। সোমবারও তা নিয়ন্ত্রণ করতে কার্যত হিমসিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে।

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে যে, মূলত তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহের কারণেই এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। আগুনের কারণে ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধোঁয়ার জেরে বিপর্যস্ত এলাকার জনজীবন


You might also like!