Country

3 months ago

Patna :পাটনায় সৌরবিদ্যুৎ প্যানেলের গুদামে আগুন, শর্টসার্কিট থেকেই বিপত্তি

Patna solar panel warehouse fire
Patna solar panel warehouse fire

 

পাটনা, ১১ আগস্ট : বিহারের পাটনায় আগুন লাগল সৌরবিদ্যুৎ প্যানেলের গুদামে। সোমবার সকালে পাটনা বাইপাস থানা এলাকার অন্তর্গত মহাদেব আস্থানের কাছে একটি সৌরবিদ্যুৎ প্যানেলের গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৮-১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পাটনা সিটির ডিএসপি ফায়ার ব্রিগেড, গয়া নন্দ সিং বলেছেন, "সোমবার সকালে একটি সোলার প্লেট গুদামে আগুন লেগেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ৮টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মনে হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।"

You might also like!