শ্রীনগর, ১৮ মে : মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা জম্মুতে, তাপপ্রবাহের মতোই পরিস্থিতি। শুষ্ক রয়েছে কাশ্মীর উপত্যকার আবহাওয়াও। তবে আগামী ২৪ ঘণ্টায়, ১৯ মে সন্ধ্যার মধ্যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। তারপর ২০-২২ মে আবারও শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিগত কয়েকদিন ধরে গরমে দুর্বিষহ অবস্থা জম্মুতে, তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। জম্মুর পাশাপাশি কাশ্মীরেও বাড়তে পারে তাপমাত্রা। আগামী কিছু দিন বিশেষ করে জম্মু বিভাগে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২০-২২ মে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।