Country

8 months ago

Telangana CM: ইভিএম, ইডি, সিবিআই ও ইনকাম ট্যাক্স প্রধানমন্ত্রী মোদীর পরিবার : রেভন্থ রেড্ডি

EVM, ED, CBI and Income Tax PM Modi's family: Revanth Reddy
EVM, ED, CBI and Income Tax PM Modi's family: Revanth Reddy

 

রংগারেড্ডি, ৭ এপ্রিল: ইভিএম, ইডি, সিবিআই ও ইনকাম ট্যাক্স প্রধানমন্ত্রী মোদীর পরিবার, রবিবার জনসভা থেকে এই ভাষাতেই মোদীকে আক্রমণ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। তিনি এদিন তেলেঙ্গানার রংগারেড্ডিতে জনসভায় ভাষণে একথা বলেন।

রংগারেড্ডিতে এদিন 'জন যাত্রা সভা' চলাকালীন কংগ্রেসের ইস্তেহার প্রকাশের সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি বলেছেন, "কংগ্রেস একটি পরিবার। আমি রাহুল গান্ধীকে বলতে চাই যে আসন্ন নির্বাচনে একটি নয়, দুটি পরিবারের মধ্যে যুদ্ধ হবে। একটি পরিবার প্রধানমন্ত্রী মোদীর এবং অন্যটি গান্ধী পরিবার। প্রধানমন্ত্রী মোদীর পরিবার হল ইভিএম, ইডি, সিবিআই ও ইনকাম ট্যাক্স অন্যদিকে আমাদের পরিবারের মধ্যে আছেন রাহুল গান্ধী, সোনিয়া গা‍ন্ধী ও রাজীব গান্ধী। আমাদের পরিবারে শহীদ ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী রয়েছেন, যিনি প্রধানমন্ত্রীর আসন সোনিয়া গান্ধীকে উৎসর্গ করেছিলেন। এঁনারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আরও বলেন, লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী আমাদের পরিবার। আমরা দেখব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নাকি আমাদের পরিবার কোন পরিবার এই নির্বাচনে জেতে। রেভন্থ রেড্ডি এদিন জোর দিয়ে বলেন, আমরা ইভিএম, ইডি, সিবিআই-এর বিরুদ্ধে লড়াই করব, প্রয়োজনে এই লড়াইয়ে আমরা আত্মত্যাগ করব।

You might also like!