নয়াদিল্লি, ২০ অক্টোবর : রবিবারও দিল্লির যমুনা নদীতে দূষণের দৃশ্য ধরা পড়ল। রবিবার সকালে দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে রয়েছে। বিভিন্ন কারখানার রাসায়নিক জলে মেশার কারণে এই ফেনার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা।
রবিবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। এদিন যমুনা ঘাট পরিষ্কার করতে আসা এক এনজিও কর্মী বলেন, নদীতে প্রচুর ফেনা রয়েছে, এটি ত্বকের পাশাপাশি চোখের জন্যও বিষাক্ত। নদীতে মেশা পয়ঃনিষ্কাশন জলের কারণে নদীর জল দূষিত হচ্ছে।
এদিকে, অক্টোবরের মাঝামাঝি থেকেই বায়ুদূষণের কবলে দিল্লি। বাতাসের গুণগতমানও ক্রমশ নীচের দিকে নেমে গিয়েছে। সবমিলিয়ে বায়ুদূষণ ও যমুনার জল দূষণে চিন্তিত দিল্লি বাসীরা।