Country

1 year ago

Republic Day 2023 : এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে মিশর সেনাবাহিনী

Egypt army participate in this year's democracy day parade
Egypt army participate in this year's democracy day parade

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : আসন্ন সাধারণতন্ত্র দিবস সব দিক থেকে ব্যতিক্রমী হতে চলেছে। এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে মিশর সেনাবাহিনী। থাকবে তাদের একটি কন্টিনজ্যান্ট। কুচকাওয়াজে দেখা যাবে বাহিনীর তিন শাখায় নিযুক্ত অগ্নিবীরদের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র সম্ভারের প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

দিল্লির রেড রোডের কুচকাওয়াজের খবর দিতে গিয়ে দিল্লির ক্যান্টনমেন্টের মেজর জেনারেল ভাবানীশ কুমার জানিয়েছেন, আসন্ন সাধারণতন্ত্র দিবস সব দিক থেকেই ব্যতিক্রমী হয়ে থাকবে। মিশর সেনার ইউনিটকেও দেখা যাবে কুচকাওয়াজে। ভারতে এই প্রথম মিশরের সেনাবাহিনীর ইউনিটকে কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করা হল। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তারা মহড়াও দিয়েছে। ইউনিটের সদস্য ১২০। এবারের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের রাষ্ট্রপতি আল সিসি। আজই তিনদিনের সফরে ভারতে পৌঁছেছেন মিশরের রাষ্ট্রপতি আল সিসি। আল সিসির সফরকালে ভারত ও মিশরের মধ্যে বেশ কিছু সমঝোতা পত্র স্বাক্ষরিত হতে পারে ।

অন্যান্যবার দেশীয় প্রযুক্তিতে তৈরি সমারাস্ত্রের প্রদর্শনীর পাশাপাশি বিদেশ থেকে কেনা অস্ত্রের প্রদর্শনী হয়। এবারের সাধারণতন্ত্র দিবসে শুধুমাত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের প্রদর্শন হবে। আত্মনির্ভর ভারতকে দেশবাসীর সামনে তুলে ধরাই এবারের সাধারণতন্ত্র দিবসে উদ্দেশ্য। এবারের কুচকাওয়াজে দেখা যাবে অগ্নিবীরদের। আর নৌবাহিনীর কন্টিজেন্টের নেতৃত্ব দেবেন মহিলা কম্যান্ড্যান্ট। এই গৌরবময় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কম্যান্ডার দিশা অমরিতকে। নৌবাহিনীর কন্টিনজেন্টেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মহিলা কম্যান্ড্যান্ট নেতৃত্ব দেবেন বাহিনীর সিগন্যাল কর্পস, আর্মির এয়ার ডিফেন্স ও আর্মির ডেয়ারডেভিলস কন্টিনজেন্টকে। কুচকাওয়াজ শুরু সকাল সাড়ে ১০টায়, বিজয় চক থেকে।

You might also like!