চেন্নাই, ৪ আগস্ট : শিক্ষাই একমাত্র অস্ত্র যা একনায়কতন্ত্র ও সনাতনের মধ্যে শৃঙ্খল ভেঙে দিতে পারে। জোর দিয়ে বললেন অভিনেতা তথা রাজ্যসভার সাংসদ কমল হাসান। রবিবার, ৩ আগস্ট চেন্নাইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কমল হাসান বলেছেন, "শিক্ষাই একমাত্র অস্ত্র যা একনায়কতন্ত্র ও সনাতনের শৃঙ্খল ভেঙে ফেলতে পারে। অন্য কিছু হাতে নিও না, কেবল শিক্ষা। এটি ছাড়া আমরা জিততে পারব না। তাই আমাদের শিক্ষাকে শক্ত করে ধরে রাখতে হবে।"
চেন্নাইয়ে অনুষ্ঠিত আগারাম ফাউন্ডেশন অনুষ্ঠানে কমল হাসান বলেছেন, "সত্যিকারের শিক্ষা এবং নিঃশর্ত ভালোবাসা পাওয়া কঠিন। আমাদের মায়েদের ছাড়া, আগারাম ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলিতে আমরা এখনও তা খুঁজে পাই।" কমল হাসান বলেছেন, "সিনেমায় আমাদের অভিনয়ের জন্য আমরা মুকুট পরিয়ে দিই। কিন্তু সমাজসেবায়, আমাদের কাঁটার মুকুট দেওয়া হয়। সেই মুকুট গ্রহণ করার জন্য একটি শক্তিশালী হৃদয়ের প্রয়োজন। আমাদের জন্য এটা অন্য কেউ করবে না, আমাদের নিজেদেরই করতে হবে।"