Country

3 weeks ago

ED submitted several allegation against kavitha: কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ইডি-র, বিআরএস নেত্রীর বিচারবিভাগীয় হেফাজত চাইল এজেন্সি

ED files batch of complaints against K Kavita, agency seeks judicial custody of BRS leader
ED files batch of complaints against K Kavita, agency seeks judicial custody of BRS leader

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল: ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। কে কবিতার বিরুদ্ধে সাক্ষীকে প্রভাবিত, তথ্য প্রমাণ লোপাট-সহ নানা অভিযোগ এনেছে ইডি, মঙ্গলবার আদালতে তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই কে কবিতাকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন কে কবিতা, হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাঁকে তিহার জেল থেকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়। ইডি তাঁকে আরও ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে চেয়েছে। আদালতে এদিন ইডি-র পক্ষ থেকে কে কবিতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়।

You might also like!