নয়াদিল্লি, ২৩ মে : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। শুক্রবার সকাল ৯টা ২৭ মিনিটে কম্পন অনুভূত হয়। এই বিষয়ে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তারা জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.২। ভারতীয় সময় শুক্রবার সকাল ৯টা ২৭ মিনিটে এই কম্পন হয়। কম্পনের উৎস ছিল মাটি থেকে ২০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভূমিকম্প হয়েছিল নেপালে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ৩৩ মিনিটে এই কম্পন হয়। কম্পনের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।