Country

1 month ago

Weather forecast of Kashmir: ২৩ মার্চ অবধি শুষ্ক আবহাওয়া, ২৭-২৮ তারিখ বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস উপত্যকায়

Dry weather till March 23, rain and snow expected in valley on 27-28
Dry weather till March 23, rain and snow expected in valley on 27-28

 

শ্রীনগর, ২২ মার্চ: আবহওয়ার তারতম্য লেগেই রয়েছে জম্মু ও কাশ্মীরে, কখনও শুষ্ক হয়ে উঠছে আবহাওয়া। আবার কখনও বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ মার্চ পর্যন্ত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া, এরপর ২৪ মার্চ আকাশ মেঘে ঢেকে যাবে। সেই দিন সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এরপর ২৭ ও ২৮ মার্চ জম্মু ও কাশ্মীরের নানা অংশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, হালকা বৃষ্টি ও তুষারপাত হবে সেই সময়ে। আবহাওয়ার তারতম্য সত্ত্বেও কাশ্মীরের আবহাওয়া এখনও রয়েছে মনোরম। পহেলগাম ও গুলমার্গে এখনও ঠান্ডা বিরাজমান রয়েছে। শীতের দাপট রয়েছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলাতেও।

You might also like!