Country

2 weeks ago

Dr. Mohan Bhagwat: দুদিনের সুরাট সফরে যাবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত, রয়েছে একাধিক কর্মসূচি

Dr. Mohan Bhagwat
Dr. Mohan Bhagwat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত ১৬ ও ১৭ অক্টোবর সুরাট সফরে যাবেন৷ এ সময় তিনি সেখানে কয়েকটি কর্মসূচিতেও অংশ নেবেন।

সঙ্ঘের প্রান্ত প্রচার প্রমুখ বিজয় ঠাকর রবিবার জানিয়েছেন যে, ড. মোহন ভাগবত ১৬ অক্টোবর সন্ধ্যায় সুরাটে আসবেন। তিনি ১৭ অক্টোবর সকালে জৈন আচার্য মহাশ্রমনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সময় তিনি জৈন সমাজের একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। তিনি ১৭ অক্টোবর সন্ধ্যায় পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্বামীনারায়ণ সম্প্রদায়ের সন্ন্যাসীদের সঙ্গে তাঁর সাক্ষাতের কর্মসূচিও রয়েছে। তারপরে সুরাট থেকে তিনি রওনা হবেন।

You might also like!