Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 year ago

Uttar Pradesh: হাথরাসে পুড়ে ছাই ডবল ডেকার বাস, কোনওক্রমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

Double decker bus burnt to ashes in Hathras, passengers somehow survived
Double decker bus burnt to ashes in Hathras, passengers somehow survived

 

হাথরাস, ৪ নভেম্বর : উত্তর প্রদেশের হাথরাস জেলায় আগুন ধরে গেল একটি চলন্ত ডাবল ডেকার বাসে। বাসটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের আতঙ্কে প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা। কোনওক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। বাসটি দিল্লি থেকে বিহারের সুপৌলের দিকে যাচ্ছিল। হাথরাসের মিধাভালি গ্রামের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে এসে হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসের ছাদে রাখা লাগেজ থেকে কোনওক্রমে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বাস থামিয়ে লাফ দিয়ে প্রাণ বাঁচায় যাত্রীরা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব বয়। তবে, বাসটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!