Country

6 hours ago

Rekha Gupta: দমকল পরিষেবাকে সম্পূর্ণ আধুনিক রাখতে বদ্ধপরিকর দিল্লি সরকার : রেখা গুপ্তা

Rekha Gupta
Rekha Gupta

 

নয়াদিল্লি : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লির বারাখাম্বায় দিল্লি দমকল সার্ভিসের সদর দফতর পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে ছিলেন মন্ত্রী দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদও। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "দিল্লি সরকার দমকল পরিষেবাকে সম্পূর্ণরূপে আধুনিক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এর জন্য আমাদের বাজেটে ৫০০ কোটি টাকার ব্যবস্থাও করেছি। আমরা সেই দিকেই নিরন্তর কাজ করছি, আমরা ১২ কোটি টাকায় চারটি মেশিন কিনেছি, যা অনেক উঁচু থেকে জল স্প্রে করতে পারে।"

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ বলেছেন, "প্রথমবারের মতো, কোনও সরকার নিজস্ব বাজেটে ফায়ার সার্ভিসের মতো একটি ছোট বিভাগের কথা উল্লেখ করেছে। আমরা বাজেটে একটি বিধান করেছি, দিল্লির বিভিন্ন এলাকায় দুর্ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য ১০০টি স্থানে ছোট দমকলের ইঞ্জিন রাখা হবে। পূর্ববর্তী সরকারগুলি এই বিষয়ে মনোযোগ দেয়নি।"

You might also like!