Country

1 month ago

Assam:পাহাড়ে অচল টাকা হয়ে গেছে কংগ্রেস, কটাক্ষ অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশের

Assam Pradesh BJP president Bhavesh
Assam Pradesh BJP president Bhavesh

 

ডিফু (অসম), ২৩ মাৰ্চ  : পাহাড়ে অচল টাকা হয়ে গেছে কংগ্রেস। মন্তব্য অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার। শনিবার ডিফুতে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি কংগ্রেসকে দু-টাকার অচল নোটের সঙ্গে তুলনা করেছেন।

প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা ডিফু লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে দলীয় নেতা ও কার্যকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্বি আংলং জেলায় এসে বহু উন্নয়নমূলক প্রকল্প উপহার দিয়ে গেছেন। এবার নরেন্দ্র মোদীকে সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, এবারের নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসনে বিজয়ী হবে এবং ৪০০-এর বেশি আসনে বিজয়ী হবেন এনডিএ প্রার্থীরা।

ভবেশ কলিতা বলেন, দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বলেন অসমে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে ব্যাপক হারে উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ হয়েছে। তিনি বলেন, পাহাড়ি তিন জেলায় তুলিরাম রংহাংয়ের নেতৃত্বে পরিচালিত পরিষদ ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে।

এদিকে ডিফু লোকসভা আসনের জন্য বিজেপি প্রার্থী করেছে কার্বি আংলং স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য অমরসিং টিসোকে। শনিবার দলীয় টিকিট নিয়ে ডিফুতে এসে উপস্থিত হন বিজেপি প্রার্থী অমরসিং টিসো। বিজেপির মনোনীত প্রার্থীর সঙ্গে গুয়াহাটি থেকে সঙ্গ দেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং এবং পরিষদের অনান্য সতীর্থ ও কার্যনির্বাহী সদস্যরা।

ডিফু আসার পথে কার্বি আংলং জেলার প্রবেশদ্বার পারখোয়া থেকে রোড শো করে ডিফুতে উপস্থিত হয়ে এক দলীয় বিশাল জনসভায় অংশগ্রহণ করেন অমরসিং টিসো।

জনসভায় তুলিরাম রংহাং ভাষণ দিতে গিয়ে পরিষদ ও রাজ্য সরকারের বিগত বছরগুলিতে রূপায়িত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার আহ্বান জানানোর পাশাপাশি বিজেপি প্রার্থী অমরসিং টিসো রেকর্ড সংখ্যক ভোটে এবারের নির্বাচনে জয়ী হবেন বলে দাবি করেন তুলিরাম রংহাং।এদিনের সভায় ডিফু লোকসভা আসনের বর্তমান সাংসদ হরেনসিং বে উপস্থিত ছিলেন।

You might also like!