Country

2 weeks ago

Yogi Adityanath:বিজেপি জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ১৫ এপ্রিল : বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, জনগণের আশা ও আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে। জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির সংকল্প পত্র প্রসঙ্গে সোমবার যোগী আদিত্যনাথ বলেছেন, "২০১৭ এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচন হোক অথবা ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচন, বিজেপি সংকল্প পত্র প্রকাশ করেছে। রবিবার প্রধানমন্ত্রী মোদী ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য সংকল্প পত্র প্রকাশ করেছেন। এই সংকল্প পত্রের চারটি স্তম্ভ রয়েছে - যুবসমাজ, গরিব, কৃষক ও মহিলা। বিজেপি শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে।"

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী দেশে যে পরিবর্তন এনেছেন, যে নতুন ভারত আমরা এখন প্রত্যক্ষ করছি, গ্রাম, দরিদ্র এবং কৃষকদের ওপর মনোনিবেশ করে প্রকল্পগুলি বাস্তবায়নের কাজ করা হয়েছে, সেগুলি 'মোদীর গ্যারান্টি-র ওপর ভিত্তিশীল'। আগামী পাঁচ বছরের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি 'সংকল্প পত্র'-তে প্রতিফলিত হচ্ছে। স্বাধীন ভারতে এটিই প্রথম নির্বাচন যা আত্মনির্ভর এবং 'বিকশিত ভারত' হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে লড়াই করা হচ্ছে।"

You might also like!