Country

1 week ago

Mohan Yadav: বাসুদেব বলবন্ত ফাড়কে এবং কর্পুরী ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মোহন যাদবের

Mohan Yadav
Mohan Yadav

 

ভোপাল, ১৭ ফেব্রুয়ারি : সোমবার বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাড়কে এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের প্রয়াণবার্ষিকী। এইদিনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁদের স্মরণ করেছেন ও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানান, স্বাধীনতা সংগ্রামী, শ্রদ্ধেয় বাসুদেব বলবন্ত ফাড়কে জিকে তাঁর প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি এও জানান, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননায়ক, ভারতরত্ন, শ্রদ্ধেয় কর্পুরী ঠাকুরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।


You might also like!