ভোপাল, ১৭ ফেব্রুয়ারি : সোমবার বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাড়কে এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের প্রয়াণবার্ষিকী। এইদিনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁদের স্মরণ করেছেন ও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানান, স্বাধীনতা সংগ্রামী, শ্রদ্ধেয় বাসুদেব বলবন্ত ফাড়কে জিকে তাঁর প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি এও জানান, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননায়ক, ভারতরত্ন, শ্রদ্ধেয় কর্পুরী ঠাকুরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।