নয়াদিল্লি, ৪ নভেম্বর : দিন দুয়েক পরই ছট পুজো, অথচ এখনও দিল্লিতে যমুনার জল বিষাক্ত। সোমবার সকালেও দিল্লির কালিন্দি কুঞ্জে যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। এই পরিস্থিতিতে সোমবার দিল্লির আইটিও-তে যমুনা ঘাট পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী অতিশী। খতিয়ে দেখেন ছট পুজোর প্রস্তুতি।
যমুনা ঘাট পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী অতিশী বলেছেন, শহরের ১০০০টির বেশি স্থানে ছট ঘাট তৈরি করা হয়েছে। আমাদের সমস্ত মন্ত্রী ও বিধায়করা ছট ঘাট পরিদর্শন করছেন। বিজেপির কাছে অনুরোধ করছি, ছট পুজো নিয়ে রাজনীতি করবেন না।"