শ্রীনগর, ২৩ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিন্দার সুরে ওমর আব্দুল্লাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিরীহ নাগরিকদের ওপর বর্বরতার কোনও স্থান নেই আমাদের সমাজে। পহেলগাম সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বুধবার এক্স হ্যান্ডেলে ওমর আব্দুল্লাহ লিখেছেন, "আমরা তীব্র নিন্দা জানাই। মূল্যবান জীবন চলে যাওয়ায় আমরা শোক প্রকাশ করছি। প্রিয়জনদের ক্ষতিপূরণ কোনও অর্থই দিতে পারবে না, তবে সমর্থন ও সংহতির নিদর্শন হিসেবে, জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আমাদের হৃদয় শোকাহত পরিবারের প্রতি, এই অন্ধকার সময়ে আপনাদের পাশে আছি। কিন্তু সন্ত্রাস কখনও আমাদের সংকল্প ভাঙতে পারবে না, এই বর্বরতার পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।"
It’s heartbreaking to see the exodus of our guests from the valley after yesterday’s tragic terror attack in Pahalgam but at the same time we totally understand why people would want to leave. While DGCA & the Ministry of Civil Aviation are working to organise extra flights,… pic.twitter.com/5O3i5U1rBh
— Omar Abdullah (@OmarAbdullah) April 23, 2025