Country

1 year ago

Banda Accident Case : বান্দায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জন, মৃতদের আর্থিক সাহায্যের ঘোষণা যোগীর

boat capsized in uttar pradesh banda
boat capsized in uttar pradesh banda

 

বান্দা, ১২ আগস্ট : দীর্ঘ সময় অতিক্রান্ত, উত্তর প্রদেশের বান্দায় নৌকাডুবির ঘটনায় এখনও খোঁজ পাওয়া যায়নি ১৭ জনের। শুক্রবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান, ওই ১৭ জনের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলের দিকে যমুনা নদীতে ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। ফতেহপুর থেকে মার্কা গ্রামে যাচ্ছিল নৌকাটি। ইতিমধ্যেই ৩ জনের দেহ উদ্ধার হয়েছে, তবে ১৭ জনের খোঁজ পাওয়া যায়নি।

ডিআইজি ভি কে মিশ্র জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও নিখোঁজ ১৭ জন, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। এসিএস (স্বরাষ্ট্র) অবনীশ অবস্থি জানিয়েছেন, নৌকার মাঝিকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজ ১৭ জনের খোঁজ চলছে।

এদিকে, নৌকাডুবির ঘটনায় মৃত ৩ জনের পরিজনকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকাজে গতি আনতে রমেশ নিশাদ ও রাকেশ সচন নামে দুই মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

You might also like!