নয়াদিল্লি : অভিযোগ, পহেলগামে জঙ্গিরা গুলি করার আগে পর্যটকদের ধর্ম জানতে চেয়েছিল। এই নিয়ে এনসিপি-এসসিপি নেতা অনিল দেশমুখ বলেছেন, এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্য নেই। তদন্তের পরেই আমরা সত্য জানতে পারব। আর অনিল দেশমুখের এই বক্তব্যকে নিশানা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
এনসিপি-এসসিপি নেতা অনিল দেশমুখের বিবৃতি প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, রবার্ট বঢরার পরে, অনিল দেশমুখ, আবু আজমির বিবৃতি বোঝায় যে ইন্ডি ইকোসিস্টেম পাকিস্তানি ইসলামিক জিহাদের সঙ্গে রয়েছে। পর্যটকদের ধর্ম জানার বিষয়ে অনিল দেশমুখ বলেছেন যে এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্য নেই। তদন্তের পরেই আমরা সত্য জানতে পারব। আহতদের বক্তব্য কি তিনি শোনেননি? পাকিস্তানকে ক্লিনচিট দেওয়া এবং হিন্দুদের দোষ দেওয়া তাদের যেন নিজস্ব ঘরানায় পরিণত হয়েছে।