Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

3 years ago

Subhash Singh passes away : অকালেই প্রয়াত বিহারের প্রাক্তন মন্ত্রী সুভাষ সিং, বিজেপি শিবিরে শোকের আবহ

bjp mla subhash singh passes away
bjp mla subhash singh passes away

 

পাটনা, ১৬ আগস্ট : অকালেই প্রয়াত হয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিং। মঙ্গলবার সকালে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সুভাষ সিংয়ের প্রয়াণে শোকের আবহ বিজেপি শিবিরে।

বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা তারকিশোর প্রসাদ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিহারের প্রাক্তন মন্ত্রী ও গোপালগঞ্জের বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে ব্যথিত। তাঁর মৃত্যুতে বিহারের রাজনীতিতে অপূরণীয় শুন্যতার সৃষ্টি হয়েছে।

বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। টুইট বার্তায় তেজস্বী জানিয়েছেন, গোপালগঞ্জ সদরের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।

You might also like!