Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

3 years ago

Subhash Singh passes away : অকালেই প্রয়াত বিহারের প্রাক্তন মন্ত্রী সুভাষ সিং, বিজেপি শিবিরে শোকের আবহ

bjp mla subhash singh passes away
bjp mla subhash singh passes away

 

পাটনা, ১৬ আগস্ট : অকালেই প্রয়াত হয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিং। মঙ্গলবার সকালে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সুভাষ সিংয়ের প্রয়াণে শোকের আবহ বিজেপি শিবিরে।

বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা তারকিশোর প্রসাদ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিহারের প্রাক্তন মন্ত্রী ও গোপালগঞ্জের বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে ব্যথিত। তাঁর মৃত্যুতে বিহারের রাজনীতিতে অপূরণীয় শুন্যতার সৃষ্টি হয়েছে।

বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। টুইট বার্তায় তেজস্বী জানিয়েছেন, গোপালগঞ্জ সদরের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।

You might also like!