Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Country

3 years ago

Subhash Singh passes away : অকালেই প্রয়াত বিহারের প্রাক্তন মন্ত্রী সুভাষ সিং, বিজেপি শিবিরে শোকের আবহ

bjp mla subhash singh passes away
bjp mla subhash singh passes away

 

পাটনা, ১৬ আগস্ট : অকালেই প্রয়াত হয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিং। মঙ্গলবার সকালে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সুভাষ সিংয়ের প্রয়াণে শোকের আবহ বিজেপি শিবিরে।

বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা তারকিশোর প্রসাদ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিহারের প্রাক্তন মন্ত্রী ও গোপালগঞ্জের বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে ব্যথিত। তাঁর মৃত্যুতে বিহারের রাজনীতিতে অপূরণীয় শুন্যতার সৃষ্টি হয়েছে।

বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। টুইট বার্তায় তেজস্বী জানিয়েছেন, গোপালগঞ্জ সদরের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।

You might also like!