Breaking News
 
Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে Ayodhya: ভোটের হাওয়ায় 'হিন্দুত্বের মাস্টারস্ট্রোক'— অযোধ্যা থেকে ১০০০ বছরের ভারতের চিত্র তুলে ধরলেন মোদি-যোগী-ভাগবত PM Modi:মোদি বললেন, 'শতাব্দীর ক্ষতে প্রলেপ'! অযোধ্যায় ধ্বজা উত্তোলনের পর প্রধানমন্ত্রীর সেরা ১০ আবেগঘন মুহূর্ত PM Modi Ayodhya:৫০০ বছরের প্রতীক্ষার সমাপ্তি! রামমন্দিরে ধ্বজা তুলে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী সঙ্গী ভাগবত Dharmendra Passes Away: বলিউডে শোকের ছায়া! প্রয়াত ধর্মেন্দ্র, শ্মশান ও বাড়িতে সেলেবদের ভিড় Saokat Molla on Nawsad Siddique: শওকতের সেরা ৫ বিস্ফোরক মন্তব্য! ভাঙড়ের জনসভা থেকে নওশাদকে ‘পুঁতে ফেলার’ হুমকি

 

Country

3 years ago

Subhash Singh passes away : অকালেই প্রয়াত বিহারের প্রাক্তন মন্ত্রী সুভাষ সিং, বিজেপি শিবিরে শোকের আবহ

bjp mla subhash singh passes away
bjp mla subhash singh passes away

 

পাটনা, ১৬ আগস্ট : অকালেই প্রয়াত হয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিং। মঙ্গলবার সকালে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সুভাষ সিংয়ের প্রয়াণে শোকের আবহ বিজেপি শিবিরে।

বিহারের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা তারকিশোর প্রসাদ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিহারের প্রাক্তন মন্ত্রী ও গোপালগঞ্জের বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে ব্যথিত। তাঁর মৃত্যুতে বিহারের রাজনীতিতে অপূরণীয় শুন্যতার সৃষ্টি হয়েছে।

বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। টুইট বার্তায় তেজস্বী জানিয়েছেন, গোপালগঞ্জ সদরের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুভাষ সিংয়ের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।

You might also like!