Country

3 weeks ago

Bjp is always with sikh community: বিজেপি শিখদের পাশে সবসময় দাঁড়িয়েছে: মোদী

BJP has always stood by Sikhs: Modi
BJP has always stood by Sikhs: Modi

 

পিলিভিট, ৯ এপ্রিল: পিলিভিটের জনসভা থেকে আরও একবার শিখদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সিএএ-র মাধ্যমে প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় নিপীড়নের কারণে এদেশে চলে আসা শিখ শরণার্থীদেরও আজীবন ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

মোদী বলেন যে, বিজেপি সরকার শিখ সম্প্রদায়ের পাশে আছে। বিজেপি সরকার কর্তারপুর করিডর খুলে দিয়েছে। আজ লক্ষ লক্ষ ভক্ত কর্তারপুর সাহিব করিডোর দিয়ে পূজার্চনা করতে যান এবং এটি বিজেপি সরকারের জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন, এছাড়াও বিজেপি সরকার লঙ্গরের সামগ্রী থেকে জিএসটি উঠিয়ে দিয়েছে বিজেপি সরকার। বিজেপি বীর বাল দিবস উদযাপন করে এবং সাহিবজাদাদের শৌর্য ও সাহসিকতাকেও সম্মান জানায়। বিজেপি গুরু নানকের ৫৫০তম আবির্ভাব দিবস, গুরু তেগ বাহাদুরের ৪০০তম আবির্ভাব দিবস এবং গুরু গোবিন্দ সিং-এর ৩৫০তম আবির্ভাব দিবস সহ শিখদের সকল উৎসবই দেশে ও বিদেশে আড়ম্বরের সঙ্গে পালন করেছে।

তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, আজ কংগ্রেসের সঙ্গে যে সমাজবাদী পার্টি জোট বেঁধেছে, ১৯৮৪ সালে সেই কংগ্রেসই দাঙ্গায় উসকানি দিয়ে শিখদের গণহত্যায় প্ররোচিত করেছিল।

You might also like!