মুম্বই, ১২ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রে কংগ্রেস শিবিরকে বড়সড় ধাক্কা দিলেন প্রবীণ নেতা অশোক শঙ্কররাও চাভান। সোমবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। দেশে লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, তার আগে সোমবার কংগ্রেস শিবিরকে বড়সড় ধাক্কা দিলেন অশোক চাভান। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে পারেন অশোক চাভান, রাজনৈতিক মহলে এমন গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে। তাঁকে রাজ্যসভার প্রার্থীও করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অশোক চাভান যিনি বিধানসভায় ভোকারের প্রতিনিধিত্ব করেন, স্পিকার রাহুল নার্ভেকারের সঙ্গে দেখা করেন এবং পদত্যাগপত্র তুলে দেন।